গোবিন্দগঞ্জে সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:৪২ PM, ২০ অক্টোবর ২০২১

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নয়ারহাট ভায়া বুড়াবুড়ি হাট ভাগগরীব সড়ক পাকাকরন কাজের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য বুধবার (২০ অক্টোবর) দুপুরে প্রধান অতিথি আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী এ কাজের উদ্বোধন করেন।

এতে বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান। এছাড়া উপজেলা প্রকৌশলী আব্দুল লতিফ, সংসদ সদস্য’র সমন্বয়কারী কৃষিবিদ আব্দুল্লাহ্ আল হাসান চৌধুরী লিটন, কোচাশহর ইউপির সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান মন্ডল, গাইবান্ধা জেলা আওয়ামী যুবলীগের সাবেক সহসভাপতি এ.এ.এম আলতামাছুল ইসলাম প্রধান শিল্পী, পৌর আওয়ামী লীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক সৈয়ত তোফায়েল আহাম্মেদ এলিন,
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম বক্তব্য রাখেন। এসময় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :