গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত মজিদুলের পরিবারকে জামায়াতের পক্ষ থেকে বাছুর প্রদান
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত মজিদুল ইসলামের পরিবারকে স্বাবলম্বী হওয়ার জন্য জামায়াতের পক্ষ থেকে একটি বকনা বাছুর প্রদান করা হয়েছে।
আজ সোমবার (১৭ অক্টোবর) বিকেল ৫টায় মজিদুলের বাড়িতে গিয়ে গাইবান্ধা জেলার সাবেক আমীর ডাঃ আব্দুর রহিম সরকার বাছুরটি প্রদান করেন।
জানা গেছে, গত ১৭ আগষ্ট গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের চক রহিমাপুর গ্রামের আবুল কাশেমের ছেলে ভ্যানচালক মজিদুল তার বাড়ির পাশে গোবিন্দগঞ্জ দিনাজপুর সড়কের কাইয়াগঞ্জ নামকস্থানে সড়ক দৃর্গটনায় মর্মান্তিক ভাবে প্রাণ হারান। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মারা যওয়ায় পরিবারটি অসহায় হয়ে পড়ে।
খবর পেয়ে গাইবান্ধা জেলা জামায়াতের সাবেক আমীর ডাঃ আব্দুর রহিম সরকার তার জানাযায় উপস্থিত হন। জানাযা শেষে তিনি ঐদিন মজিদুলের স্ত্রী মঞ্জুয়ারার হাতে নগদ অর্থ তুলে দেন এবং প্রতিশ্রুতি দিয়ে আসেন স্বাবলম্বী হওয়ার জন্য তিনি আরো সহযোগিতা করবেন। প্রতিশ্রুতি অনযায়ী তিনি আজ জামায়াতের পক্ষ থেকে বকনা বাছুর মঞ্জুয়ারাকে প্রদান করেন।
বাছুর প্রদান উপলক্ষে এক আলোচনায় সভায় বক্তব্য রাখেন, জামায়াতের রংপুর দিনাজপুর অঞ্চলের টিম সদস্য গাইবান্ধা জেলা জামায়াতের সাবেক আমীর ডাঃ আব্দুর রহিম সরকার,জেলা বায়তুল মাল সেক্রেটারী ফয়সাল কবির রানা, গোবিন্দগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আশরাফুল ইসলাম রাজু, সহকারি সেক্রেটারী মশিউর রহমান, সাপমারা ইউনিয়ন জামায়াতের সভাপতি হাবিজার রহমান, সেক্রেটারী মাওলানা সাইফুল ইসলাম,ফয়জুল ইসলাম, নুর মোহাম্মদ প্রমুখ।
বক্তারা বলেন, জামায়াত সব সময়েই তাদের সাধ্যমত অসহায়দের পাশে দাঁড়ায়। সুখে দুখে তারা জনগণের পাশে থাকার চেষ্টা করে।

