গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক ভ্যান চালকের মর্মান্তিক মৃত্যু
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মজিদুল ইসলাম (৩০) নামে এক ভ্যান চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার সকাল ৮টার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়কের কাইয়াগঞ্জ নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মজিদুল উপজেলার সাপমারা ইউনিয়নের চক রহিমাপুর গ্রামের আবুল কাসেমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চালক মজিদুল সকালে ভ্যান করে কচু নিয়ে বগুড়ার মহাস্থান বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে কাইয়াগঞ্জ নামকস্থানে পৌঁছালে ভ্যানের এক্সেল ভেঙে রাস্তার মাঝে পড়ে যায়। এসময় গোবিন্দগঞ্জ থেকে দিনাজপুরগামী একটি দ্রুত গামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মজিদুল ইসলামের শরীর ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। এলাকাবাসী ঘাতক ট্রাকটি আটক করে। এসময় চালক ও হেলপার পালিয়ে যায়।
খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মরদেহ দেখতে আশপাশের এলাকার লোকজন ছুটে আসে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিট ইনচার্জ আরিফ আনোয়ার জানান, নিহতের শরীর দুভাগ হয়ে গেছে। থেতলে গিয়ে মরদেহ নেওয়ার মত পরিস্থিতি ছিলনা। মরদেহ টুকরো টুকরো হয়ে গেছে। নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

