গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় রুপালী রানী (২৮) নামের এক নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ৭ জন। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা- রংপুর মহাসড়কের উপজেলার চাঁপড়িগঞ্জ নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুপালী রানী উপজেলার সাপমারা ইউনিয়নের চক রহিমাপুর (মাদারগঞ্জ) গ্রামের শ্রী সুজন চন্দ্রের স্ত্রী।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস জানায়, রংপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী সরকার এন্টারপ্রাইজ নামে একটি যাত্রীবাহী বাস মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা- রংপুর মহাসড়কের উপজেলার চাঁপড়িগঞ্জ নামকস্থানে পৌঁছিলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ওই বাসের যাত্রী রুপালী রানী বাসটির চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আহত ৭ জনের মধ্যে ৩ জনের নাম পাওয়া গেছে।
আহতরা হলেন- রোকেয়া বেগম (৫০) মো. আহাদ (১৮) ও শামিম (১৯)।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিট ইনচার্জ আরিফ আনোয়ার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

