গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় পিকআপের দুই যাত্রী নিহত

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:১৪ PM, ১২ জুলাই ২০২১

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় পিকআপের দুই যাত্রী নিহত হয়েছেন।

সোমবার (১২ জুলাই) সকালে ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার ফাঁসিতলা নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে। এতে পিকআপে থাকা দুই যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

নিহতরা হলেন- ঢাকার ধামরাইর বাসিন্দা এনায়েত উল্লার ছেলে আব্দুস কুদ্দুস (৬০) এবং ঢাকার সাভারের বাসিন্দা ময়েজ মিয়া (৪০)।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি খায়রুল ইসলাম জানান, ঢাকা-রংপুর মহাসড়কের ফাঁসিতলা বাজারে বিপরীতমুখী দুই ট্রাকের মাঝে পড়ে যায় একটি পিকআপ। এতে দুই ট্রাকের আঘাতে পিকআপে থাকা যাত্রীরা রাস্তার ওপর ছিটকে পড়ে। এসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। অপরজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়। এছাড়া পিকআপের আরও চার যাত্রীও গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, নিহত এবং আহতরা সবাই ব্যবসায়ী। তারা ব্যবসার কাজে পিকআপটি ব্যবহার করছিল। ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।

আপনার মতামত লিখুন :