গোবিন্দগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা ও পৌর শাখার আয়োজনে ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকেলে দলীয় কার্যালয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ পৌর বিএনপির সভাপতি ফারুক আহম্মেদ, বিশেষ অতিথি পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন পাতা, সিনিয়র সহ সভাপতি রবিউল কবির মনু, যুগ্ন সম্পাদক আবু জাফর লেলিন, পৌর যুবদলের আহবায়ক ময়েন উদ্দিন লিপন, উপজেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি তৌহিদুল আলম জুয়েল, থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এহসানুল কবির রিপন, জেলা যুবদলের সহ দপ্তর সম্পাদক আব্দুল ওহাব সরকার লিটন, থানা ছাত্রদলের আহবায়ক সৈয়দ আল-আমিন রনি, সদস্য সচিব মনির হোসেন সরকার, পৌর ছাত্রদলের আহবায়ক খাইরুল ইসলাম, সদস্য সচিব আরিফ মাহমুদ ও মহিমাগঞ্জ থানা ছাত্রদলের আহবায়ক মোফাজ্জল প্রমুখ। এসময় ১৭টি ইউনিয়ন ও পৌরসভার সর্বস্তরের নেতা-কর্মি উপস্থিত ছিলেন।

