গোবিন্দগঞ্জে স্বামীর যৌনাঙ্গ কাটার চেষ্টা, প্রথম স্ত্রী আটক

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০২:৪৭ PM, ২৪ জুলাই ২০২১

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পারিবারিক কলহের জেরে স্বামীর যৌনাঙ্গ কেটে ফেলার চেষ্টার অভিযোগে স্ত্রীকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সমসপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সমসপাড়া গ্রামের বাসিন্দা মোজাফ্ফর রহমান পর পর দুটি বিয়ে করেন। দুই বিয়ে করার পর থেকে বিভিন্ন বিষয়াদী নিয়ে তাদের সংসারে ঝগড়া বিবাদ লেগেই থাকত। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে তাদের পরিবারের মাঝে ঝগড়া বাধে। একপর্যায়ে ১ম স্ত্রী বৃহস্পতিবার রাতে মোজাফ্ফর রহমানের যৌনাঙ্গ কেটে ফেলার চেষ্টা করে।

এসময় তার চিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিলে মোজাফ্ফর রহমানের ১ম স্ত্রীকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

গোবিন্দগঞ্জ থানার ওসি একেএম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগের ভিত্তিতে মোজাফ্ফর রহমানের ১ম স্ত্রীকে আটক করে থানায় আনা হয়েছে। পরবর্তীতে বিষয়টি তারা পারিবারিভাবে মিমাংসা করেছে।

আপনার মতামত লিখুন :