গোবিন্দগঞ্জে সেলফোন রিপিয়ার টেকনিশিয়ান এসোসিয়েশনের কমিটি গঠন
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাংলাদেশ সেলফোন রিপিয়ার টেকনিশিয়ান এসোসিয়েশন (বিসিপিআরটিএ) উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (২৫ আগস্ট) দুপুরে এ উপলক্ষে সংগঠনটির অস্থায়ী কার্যালয় পৌরশহরের রন্ধনশালা ক্যাফে আলোচনা সভার আয়োজন করা হয়। শফিউর রহমান ছকুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভার্চুয়ালী বক্তব্য দেন, কেন্দ্রীয় কমিটির মহাসচিব হাজবুল আলম জুলিয়েট, কেন্দ্রীয় কমিটির সদস্য মিথুন সরকার, উপজেলা কমিটির সিনিয়র সহসভাপতি সুমন মণ্ডল, রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক শিপন শেখ, সিনিয়র সহ সম্পাদক সাইদুর রহমান, অর্থ সম্পাদক খলিলুর রহমান খলিল, সাংগঠনিক সম্পাদক লাজু শেখ ও ধর্মীয় সম্পাদক আজিজুর রহমান বকুল প্রমুখ।
সভা শেষে সর্ব সম্মতিক্রমে সভাপতি শফিউর রহমান ছকু ও সাধারণ সম্পাদক শিপন শেখ এবং লাজু শেখকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি ঘোষণা করা হয়।
