গোবিন্দগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে রাশিদুল ইসলাম (৪০) নামে হত্যা মামলায় সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৪ জুলাই) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে থানামোড় চারমাথা বনফুল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে থেকে পুলিশ গ্রেপ্তার করে তাকে।
গ্রেপ্তারকৃত রাশিদুল ইসলাম গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের মালঞ্চা গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে।
জানা গেছে, রাশিদুল ইসলাম একসময় খুলনায় গাড়ি চালাতেন। ওইসময় একটি হত্যার ঘটনায় তাকে অভিযুক্ত করে খুলনার (ডুমুর) থানায় জিআর ৭৬/১৬ নং মামলা দায়ের করা হয়। সেই মামলায় রাশিদুল ইসলামকে ৩ বছরের সাজা দেন আদালত। রায় প্রকাশের পূর্বেই সে সৌদি আরবে পাড়ি জমায়। সেখানে ৬ বছর অবস্থানের পর সম্প্রতি দেশে ফিরে আসে। পেশায় ড্রাইভার হওয়ায় গোবিন্দগঞ্জ শ্রমিক ইউনিয়নের একটি বাস চালাতেন।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইজার উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, রশিদুল ইসলাম একজন সাজাপ্রাপ্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে বনফুল হোটেলের সামনে থেকে গ্রেপ্তার করে।

