গোবিন্দগঞ্জে সাইবার বুলিং প্রতিরোধে কর্মশালা
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাইবার নিপড়ন প্রতিরোধে সাইবার বুলিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গোবিন্দগঞ্জে কালের কন্ঠের পাঠক সংগঠন শুভসংঘের আয়োজনে সোমবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালা পরবর্তী এক আলোচনা সভায় বক্তারা শিক্ষার্থীদের সহ সকল ইন্টারনেট ব্যবহারকারীদের সতর্ক থাকার পাশাপাশি সচেতনতা বৃদ্ধিতে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
সভায় উপজেলা শুভসংঘের সভাপতি তাহমীদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাইবান্ধার পুলিশ সুপার তৌহিদুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র মুকিতুর রহমান রাফি, উপজেলা নির্বাহী অফিসার আবু সাইদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক তাবিউর রহমান প্রধান, সহকারী পুলিশ সুপার উদয় কুমার সাহা, থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান , দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি অমিতাভ দাশ হিমুন, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও দেশ বরেণ্য সংগঠক বাবুলাল চৌধুরী ও উপজেলা শুভসংঘের সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ বিপ্লব প্রমুখ।
এছাড়াও সাইবার বুলিং বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণেরও আয়োজন করেন গোবিন্দগঞ্জ উপজেলা শুভসংঘের নেতৃবৃন্দ।

