গোবিন্দগঞ্জে সাঁওতাল হত্যার বিচারের দাবীতে সড়ক অবরোধ
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকাল পৌনে তিনটা থেকে প্রায় দুই ঘন্টাব্যাপি গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়কের উপজেলার কাটামোড় নামকস্থানে সড়ক অবরোধ করে রাখে সাঁওতালরা। পতাকা, ফেস্টুন ও ব্যানার হাতে উপজেলার মাদারপুর জয়পুরপাড়াসহ বিভিন্ন এলাকা থেকে তিন শতাধিক নারী-পুরুষ অবরোধ কর্মসূচিতে অংশ নেন। এসময় রাস্তার দুপাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। পরে ঘটনাস্থলে থানা পুলিশ উপস্থিত হয়ে সাঁওতালদের দাবি-দাওয়া সংশ্লিষ্ট প্রশাসনের উচ্চ মহলে জানানোর আশ্বাস দিলে অবরোধ তুলে নেন অবরোধকারীরা।
সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ডা. ফিলিমন বাস্কে অভিযোগ করে বলেন, তিন সাঁওতাল হত্যার বিচারের দাবিতে দীর্ঘ পাঁচ বছর ধরে আদালতসহ সরকারের বিভিন্ন দপ্তরের দ্বারস্থ হয়েছি। কিন্তু সবাই বিচারের নামে শুধু টালবাহানা করে যাচ্ছে। সাঁওতাল হত্যা মামলার আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। তাদের কেউ গ্রেফতার করেনা। এনিয়ে সাঁওতালদের মাঝে আতংক বিরাজ করছে।
তিনি আরও বলেন, বিভিন্ন সময়ে আমরা দেখেছি, দেশে ছোট ছোট ঘটনাগুলোও সংশ্লিষ্টদের নজরে আসলে তার দ্রুত বিচার হয়। আর সাঁওতাল হত্যার ঘটনা দেশ-বিদেশ তোলপাড় হলেও সংশ্লিষ্ট প্রশাসনের টনক নড়ছেনা। কারণ এখানে একটি স্বার্থন্বেষী মহল কাজ করছে। প্রশাসন তাদের সন্তষ্ট করতে ব্যস্ত রয়েছে। আমরা সরকারের প্রতি তিন সাঁওতাল হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচার এবং জমি ফেরত, বসতবাড়ীতে অগ্নিসংযোগ, ভাংচুর, লাটপাট, ক্ষতিপূরণসহ সাতদফা বাস্তবায়ন দাবি করছি।
বিষয়টি নিশ্চিত করে থানার ওসি ইজার উদ্দিন জানান, ঘটনাস্থলে গিয়ে পবিত্র মাহে রমজান মাসে মানুষের দুর্ভোগ- ভোগান্তির বিষয়ে তাদের সাথে আলোচানা করা হয়। আলোচনা ফলপ্রসূ হওয়ায় অবরোধকারী অবরোধ তুলে নেয়। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তাদের দাবির বিষয়টি উচ্চ মহলে জানানো হবে।

