গোবিন্দগঞ্জে সাঁওতাল হত্যা দিবসে সাতদফা দাবীতে সমাবেশ

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১০:৫৫ AM, ০৬ নভেম্বর ২০২০

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি; 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল হত্যা দিবস উপলক্ষ্যে সাত দফা দাবীতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) গোবিন্দগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সকাল ১১টা থেকে ঘন্টাব্যাপি এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটি, জাতীয় আদিবাসী পরিষদ, বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন, আদিবাসী-বাঙালী সংহতি পরিষদ, এএলআরডি ও জনউদ্যোগ-এর যৌথ উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ডা. ফিলিমন বাস্কের সভাপতিত্বে ও কমিউনিষ্ট পার্টি গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি তাজুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন, জাতীয় আদিবাসী কেন্দ্রীয় পরিষদের সভাপতি রবিন্দ্রনাথ সরেণ, আদিবাসী ইউনিয়ন কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক শ্রীকান্দ মাহাতো, এএলআরডির অ্যাডভোকেট রফিক আহম্মেদ সিরাজী, বগুড়া জেলা সিপিবির ভারঃ সাধারণ সম্পাদক ও জেলা আদিবাসী ইউনিয়নের উপদেষ্টা হরি সংকর সাহা, আদিবাসী-বাঙালী গাইবান্ধা জেলা কমিটির আহবায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, কেন্দ্রীয় আদিবাসী ইউনিয়নের উপদেষ্টা ও নওগা আদিবাসী ইউনিয়নের সভাপতি রেবেকা সরেণ, বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন জয়পুরহাট জেলা শাখার উপদেষ্টা বদিউজ্জামান, কমিউনিষ্ট পার্টি গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকু, গাইবান্ধার কমিউনিষ্ট পার্টির সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুরাদ জামান, মানবাধিকার কর্মী অঞ্জলি রানী দেবী, সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক জাফুরুল ইসলাম, সাংগাঠনিক সম্পাদক স্বপন শেখ, ক্ষেতমজুর সমিতি গোবিন্দগঞ্জ উপজেলা শাখর সাধারণ সম্পাদক ওয়াহেদুন্নবী মিলন, ও বাংলাদেশ যুব ইউনিয়ন গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম মিজান সহ অনেকে।

এরআগে মাদারপুর জয়পুরপাড়া থেকে সহস্রাধিক নারী-পুরুষ ব্যানার, ফেস্টুন, লাল পতাকা হাতে মিছিল নিয়ে প্রায় ১০ কিলোমিটার পথ পায়ে হেটে সমাবেশে যোগ দেন।

বক্তারা বলেন, এটি একটি নজিরবিহীন ঘটনা যে, দিন-দুপুরে তিনটি মানুষকে হত্যা করা হলো গুলি লেগে অনেক লোক পঙ্গু হয়েছে অথচ ঘটনার চার বছর পেরিয়ে গেল। এখনো কোন আসামীকে গ্রেপ্তার করা হয়নি। এ কেমন স্বাধীন রাষ্ট্র। এমন রাষ্ট্র আমরা চাইনি। দিনের আলোয় প্রকাশ্যে আসামীরা ঘুরে বেড়াচ্ছে। প্রশাসনের সামনেই ঘুরছে অথচ তাদেরকে গ্রেপ্তার করা হয়না। এ কেমন বিচার ব্যবস্থা।

প্রশাসনকে উদ্দেশ্য করে বক্তারা বলেন, কোন টালবাহানা নয় অতি দ্রুত আসামীদের গ্রেপ্তার করুন। নয়তো আমরা কঠোর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হব।

সমাবেশ থেকে বক্তারা সাঁওতাল হত্যার বিচার, বাড়ি-ঘরে অগ্নিসংযোগ, লুটপাট, ভাংচুর ও ক্ষতিপূরণ সহ সাতদফা দাবী দ্রুত বাস্তবায়নের দাবী জানান।

আপনার মতামত লিখুন :