গোবিন্দগঞ্জে সাঁওতাল হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১২:১৮ PM, ১৩ অক্টোবর ২০২০

Spread the love

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল হত্যা, বসতবাড়ীতে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কের কাটামোড় নামকস্থানে ঘন্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটি ও গাইবান্ধা আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের যৌথ আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ড. ফিলিমন বাস্কের সভাপতিত্বে অনুষ্ঠিত

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক জাফুরুল ইসলাম প্রধান, সহ সম্পাদক বার্নাবাস টুডু, সাংগঠনিক সম্পাদক স্বপন শেখ, কোষাধ্যক্ষ গণেশ মুরমু, সদস্য আব্দুল মজিদ ও সদস্য ময়নুল ইসলামসহ আরো অনেকে। কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, যুব ইউনিয়ন গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম মিজান সহ ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, গোবিন্দগঞ্জের নিরীহ সাঁওতাল জনগোষ্ঠিকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। বিভিন্ন মাধ্যমে শোনা যাচ্ছে সাহেবগঞ্জ বাগদাফার্মের জমি হস্তান্তর করা হচ্ছে। উচ্ছেদের নামে পুলিশ তিন সাঁওতালকে গুলি করে হত্যা করেছে। প্রয়োজনে শত শত মানুষ জীবন দেবে তবুও জমি ছাড়তে রাজি না সাঁওতালরা।
স্বাধীন রাষ্ট্রে পুলিশ দিনে-দুপুরে তিনজন নিরীহ মানুষকে গুলি করে হত্যা করল। এটি একটি আলোচিত ঘটনা। দেশ-বিদেশের বিভিন্ন গণমাধ্যমে সাধারণ মানুষ ভিডিও ফুটেজে সব দেখেছে। এ ঘটনায় সারা দেশে নিন্দার ঝড় উঠেছে। এমন ঘটনা কেউ প্রত্যাশা করেনি। এত স্বাক্ষ্য প্রমাণ থাকার পরও আসামীদের গ্রেপ্তার করা হচ্ছেনা। যাদের কাছে মানুষ নিরাপদে থাকার কথা অথচ তারাই মানুষকে হত্যা করছে।

বক্তারা আরও বলেন, সাঁওতাল হত্যাকান্ড, তাদের বতসবাড়ীতে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা না হলে সারা দেশে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। সেই সাথে আসছে ৬ নভেম্বর গোবিন্দগঞ্জ শহীদ মিনারে কমসূচি পালন করা হবে বলেও তারা জানান। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক প্রদক্ষিণ করে মাদারপুর, জয়পুরপাড়ায় পল্লীতে ফিরে যান তারা। এরআগে মাদারপুর, জয়পুরপাড়া থেকে সহস্রাধিক নারী-পুরুষ ব্যানার, ফেস্টুন ও লাল পতাকা হাতে বিক্ষোভ মিছিল নিয়ে মানববন্ধনে অংশ গ্রহণ করেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ৬ নভেম্বর সাহেবগঞ্জ ইক্ষুখামারের বিরোধপূর্ণ জমিতে রংপুর চিনিকল কর্তৃপক্ষ পুলিশকে সঙ্গে নিয়ে আখ কাটতে গেলে সাঁওতালরা তাদের বাপ-দাদার জমি দাবী করে দিলে পুলিশ, চিনিকল শ্রমিক ও সাঁওতালদের ত্রিমুখি সংঘর্ষ হয়। এতে পুলিশের গুলিতে রমেশ টুডু, শ্যামল হেমব্রম ও মঙ্গল মার্ডি নামের তিন সাঁওতাল নিহত হন। আহত হন উভয়পক্ষের কমপক্ষে ৩০জন।

আপনার মতামত লিখুন :