গোবিন্দগঞ্জে সাঁওতাল নেতাকে মারপিট, ইউপি সদস্যকে গ্রেপ্তারের দাবীতে বিক্ষোভ সমাবেশ

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৫০ AM, ২৩ ডিসেম্বর ২০২০

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাহেবগঞ্জ ইক্ষুখামারের জমিতে ঘর তোলার উদ্দেশ্যে মাটি ভরাটকে কেন্দ্র করে মারপিটের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত ইউপি সদস্যকে গ্রেপ্তারের দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে সাঁওতালরা। সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ডা. ফিলিমন বাস্কের সভাপতিত্বে বুধবার বিকেলে কাটামোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন, সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক জাফুরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক সুফল হেমব্রম, কোষাধ্যক্ষ গনেশ মুরমু ও দপ্তর সম্পাদক রাফায়েল হাজদা সহ আরো অনেকে। বক্তারা অনতিবিলম্বে ইউপি সদস্য মোশারফ হোসেন সহ জড়িতদের গ্রেপ্তারের দাবী জানান।

সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ডা. ফিলিমন বাস্কে জানান, গোবিন্দগঞ্জ-রাজাবিরাট সড়কের ফাসিতলা নামকস্থানে সাপমারা ইউপি সদস্য মোশারফ হোসেন ও তার লোকজন সাহেবগঞ্জ ইক্ষুখামারের জমিতে ঘর তোলার উদ্দেশ্যে মাটি ভরাট করছিল। এসময় সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির সাংগঠনিক সম্পাদক স্বপন মিয়া সেখানে গিয়ে তাদের মাটি কাটতে নিষেধ করেন। এনিয়ে উভয়পক্ষের মাঝে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইউপি সদস্য মোশারফ হোসেন ও তার লোকজন স্বপন মিয়াকে বেধরক মারপিট করে গুরুতর আহত করে। খবর পেয়ে সংগঠনের লোকজন ঘটনাস্থলে ছুঁটে এসে স্বপন মিয়াকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার ওসি একেএম মেহেদী হাসান বলেন, অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :