গোবিন্দগঞ্জে সাঁওতালদের জমিতে বেপজার কর্মকাণ্ড বন্ধের দাবীতে বিক্ষোভ-সমাবেশ

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:৩৭ AM, ২০ অগাস্ট ২০২১

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের পৈত্রিক জমিতে ‘রংপুর রপ্তানি প্রক্রিয়া করণ এলাকা’ (আরইপিজেড) বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও বেপজার সকল কর্মকাণ্ড বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।

সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির আয়োজনে বৃহস্পতিবার দুপুরে ঘণ্টাব্যাপি গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়কের উপজেলার কাটামোড়ে সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি এ কর্মসূচি পালন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডা. ফিলিমন বাস্কে।

এর আগে মাদারপুর জয়পুরপাড়া থেকে বৃষ্টি উপেক্ষা করে সাঁওতালদের একটি বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে অংশ গ্রহণ করেন সংগঠনের সদস্যরা।

সমাবেশ চলাকালে বক্তব্য দেন, সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক রেজাউল করিম মাস্টার, ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির সাংগঠনিক সম্পাদক স্বপন শেখ, সহ সাংগঠনিক সম্পাদক সুফল হেমব্রম, সহ কোষাধ্যক্ষ প্রিসিলা মুরমু, আদিবাসী নেত্রী কেরিনা হাসদা, নুরুল ইসলাম হাজী, থোমাস হেমব্রম, সুচিত্র মুরমু তৃষ্ণা, সদস্য ময়নুল হক ও অলিভিয়া হেমব্রম প্রমুখ।

বক্তারা বলেন, ২০১৬ সালের ৬ নভেম্বর সাঁওতালদের ওপর তৎকালীন এমপি, সুগার মিলের এমডিসহ স্থানীয় প্রশাসনের সহযোগিতায় স্থানীয় সন্ত্রাসীরা বর্বরোচিত হামলা চালিয়ে বসতবাড়িতে অগ্নিসংযোগ, ভাংচুর, লুটপাট করে। এ ঘটনায় ৩ সাঁওতাল নিহত ও অনেক সাঁওতাল আহত হয়ে আজও মানবেতর জীবন যাপন করছেন। এমতাবস্থায় একটি মহল চক্রান্ত করে সাঁওতাল-বাঙালিদের পৈত্রিক আবাদী তিন ফসলী জমিতে ইপিজেড বা অর্থনৈতিক অঞ্চল করার ষড়যন্ত্র করছে।

বক্তরা বলেন যে, আমরা আদিবাসী-বাঙালিরা তিন সাঁওতালের রক্তের বিনিময়ে অর্জিত বাপ-দাদার আবাদী জমিতে উন্নয়নের নামে তিন ফসলী জমি নষ্ট করে জনস্বার্থ বিরোধী তথাকথিত প্রকল্পের চরম বিরোধিতা ও নিন্দা জানাই।

মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা, তিন ফসলী আবাদী জমি নষ্ট করে কোনো স্থাপনা নয়, তাছাড়া এক ইঞ্চি জমি ফেলে রাখা যাবে না। কৃষি বান্ধব প্রধানমন্ত্রীর এই ঘোষণার পরও বেপজার জনস্বার্থ বিরোধী এই প্রকল্প গ্রহণযোগ্য নয়। আমরা আদিবাসী বাঙালিদের এই ন্যায়সঙ্গত দাবিতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানাচ্ছি।

অন্যথায় সাঁওতাল বাঙ্গালী সমন্বয়ে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

আপনার মতামত লিখুন :