গোবিন্দগঞ্জে সরফরাজ নামে এক ব্যক্তিকে হত্যার অভিযােগ

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:১৩ AM, ১৯ জুলাই ২০২১

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সরফরাজ মণ্ডল (৫৫) নামে এক ব্যক্তিকে হত্যার অভিযােগ উঠেছে। রোববার সকালে উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের কৃষ্ণপুর ছয়ঘড়িয়া গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে সরফরাজ মণ্ডলের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত সরফরাজ বিলভর্তি গ্রামের বাসিন্দা মৃত বসির উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, সরফরাজ শনিবার বিকেলে পার্শ্ববর্তী দাঁড়িদহহাটে যাওয়ার কথা বলে বাড়ী থেকে বেরিয়ে যান। হাট থেকে আর বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজা-খুঁজি করে। একপর্যায়ে রোববার সকালে পাশবর্তী কৃষ্ণপুর ছয়ঘরিয়া গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে সরফরাজের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

পরিবারের দাবী সরফরাজ মণ্ডলকে দুর্বৃত্তরা হত্যার পর লাশ ওই বাড়ীতে ফেলে রেখে গেছে।

গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। নিহতের মুখে রক্তের দাগ ছিল। তবে ওই ব্যক্তির কিভাবে মৃত্যু হয়েছে তা ময়না তদন্ত রিপোর্টের পর নিশ্চিত হওয়া যাবে।এ ঘটনায় থানায় মামলা করা হয়ছে।

আপনার মতামত লিখুন :