সরকারি জমি দখল ও চাকরি দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সরকারি জমি দখল ও চাকরি দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি সচেতন মহলের।
জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের বানিতলা নামকস্থানে খালেকুজ্জামান মাসুদ নামের এক যুবক এটিএক্স সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য স্থানীয় লোকজনকে ভুল বুঝিয়ে নামমাত্র মুল্যে জমি ক্রয় করছে। ওই যুবক সেখানে সরকারি প্রায় ২৫ থেকে ৩০ বিঘা জমি দখল করে নিয়েছে বলে অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, চাকরি দেওয়ার নামে যুুুুবকদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন ওই যুবক।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাসুদ নামের ওই যুবক ইতোমধ্যেই চাকরি দেওয়ার কথা বলে প্রায় ২০০ জনের কাছ থেকে নিয়োগের নামে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। তার এ কর্মকাণ্ডে স্থানীয়রা ফুঁসে উঠেছে।
মাসুদ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের সরকারপাড়া (গাউছাপাড়া) গ্রামের রাজা মিয়ার ছেলে।
এ ব্যাপারে খালেকুজ্জামান মাসুদের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বললেন, এমপি মহোদয় আমাকে ডিও লেটার দিয়েছেন। জেলা প্রশাসকেরও অনুমোদন আছে। তারপরও আপনাদের সঙ্গে যোগাযোগ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মণের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি লোক মুখে শুনেছি। ওই ঘটনায় স্থানীয় প্রশাসনকে তারা না জানিয়েই কাজ করছে। তদন্ত চলছে কোনো অনিয়ম করে কাজ করলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এনিয়ে স্থানীয় এমপি আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চোধুরী বলেন, সে আমার কাছ থেকে ডিও লেটার নিয়েছে। কিন্তু সে কোনো অনৈতিক কাজ করলে তার জন্য তো আমি দায়ি না।
জানতে চাইলে জেলা প্রশাসক আবদুল মতিন বলেন, সেখানে যে কাজ করা হচ্ছে তা সম্পর্ণ অবৈধ। ওই কাজের কোনো অনুমোদন নেই। তাছাড়া শুনেছি স্থানীয় লোকজনকে ভুল বুঝিয়ে জমি ক্রয় এবং চাকরি দেওয়ার নামে অর্থ হাতিয়ে নিচ্ছেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সেইসাথে কেউ যেন তাদের খপ্পরে না পড়ে সেজন্য সবাইকে সজাগ থাকারও আহবান জানান তিনি।

