গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারকে আর্থিক সহায় জামায়াতের
স্টাফ রিপোর্টার;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত একই পরিবারের দুজনসহ তিন পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার দরবস্ত ইউনিয়নের নয়াপাড়া গ্রাম এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক জেলা আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক জেলা আমীর ডা. আব্দুর রহিম সরকার, গোবিন্দগঞ্জ উপজেলা আমীর মাও মো. আব্দুল বাড়ি মিয়া, নায়েবে আমীর আবুল কালাম আজাদ, সেক্রেটারি আশরাফুল ইসলাম রাজু সহ উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত সোমবার গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়কে উপজেলার সাহেবগঞ্জ ইক্ষুখামার নামকস্থানে কাভার্ডভ্যান চাপায় গৃহবধূ ঝর্ণা বেগম ও ছেলে জিহাদ মিয়াসহ ভ্যান চালক আব্দুল খালেক নিহত হন। নিহত গৃহবধূ দরবস্ত ইউনিয়নের নয়াপাড়া গ্রামের আব্বাস উদ্দিনের স্ত্রী ও ছেলে।
ওইদিন গৃহবধূসহ চারজন উপজেলার বাগদা বাজার থেকে অটোভ্যানযোগে গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে উক্তস্থানে পৌছালে অটোভ্যানের এক্সেল ভেঙে রাস্তায় ছিটকে পড়েন। এসময় হঠাৎ করে আসা একটি কাভার্ডভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই ঝর্ণা বেগম নিহত হন।
পরে চিকিৎসাধীন অবস্থায় বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিহতের ছেলে জিহাদ মিয়া ও ভ্যান চালক আব্দুল খালেক মারা যান।

