গোবিন্দগঞ্জে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১২:২৭ AM, ১১ জানুয়ারী ২০২৩

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলায় সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (১০ জানুয়ারী) বেলা ১২টা থেকে ওই উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের ৪১ মাইল নামক স্থানে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। মানবন্ধন শেষে প্রায় আধাঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখা হয়।

এসময় সড়কের দু’পাশে শতাধিক যানবাহন আটকে যায়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। একই সঙ্গে আসামিদের গ্রেফতার করা হবে বলে অবরোধকারীদের আশ্বাস দেন পুলিশ সদস্যরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসস) উপজেলার শাখার সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাপ্তাহিক কাটাখালী পত্রিকার সম্পাদক মোয়াজ্জেম হোসেন আকন্দ, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সাধারণ সস্পাদক সাজাদুর রহমান সাজু ও উপজেলার তালুককানুপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান আবু সাইদ লিটনসহ আরো অনেকে।

এর আগে, গত বছরের ২২ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চকশিবপুর গ্রামের ৫ম শ্রেণির এক স্কুলছাত্রীকে উপজেলার চকসিংহডাঙ্গা গ্রামের আব্দুল জলিলের ছেলে সুমন ও তার সহযোগীরা উঠিয়ে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করেন। ওই ঘটনায় মামলা হলেও আসামিদের গ্রেফতার করতে পারছে না পুলিশ।

জানতে চাইলে গোবিন্দগঞ্জ থানার ওসি ইজার উদ্দিন বলেন, ধর্ষণ মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

আপনার মতামত লিখুন :