শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
শ্রমিক কল্যাণ ফেডারেশন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সাবেক ভাইস চেয়ারম্যান নুরুন নবী প্রধান। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবু আল মাহামুদ চিনু, সেক্রেটারী শেখ ফরিদ, গোবিন্দগঞ্জ ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আফজাল হোসেন প্রমুখ।
প্রধান অতিথি বলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের কল্যাণে কাজ করে যাচ্ছে। বিভিন্ন বিপদ ও দুর্যোগে শ্রমিকদের পাশে দাঁড়ায় এ ফেডারেশন। সীমাবদ্ধতার মধ্যেও শীত নিবারণের জন্য অসহায় শ্রমিকদের মাঝে ফেডারেশন শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
