গোবিন্দগঞ্জে শুভসংঘের সাইবার নিরাপত্তা বিষয়ক সেমিনার ও শিক্ষা উপকরণ বিতরণ

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:৪৫ PM, ০৫ জুন ২০২২

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

কালের কন্ঠ শুভসংঘের সাইবার নিরাপত্তা বিষয়ক সেমিনারে আলোচকরা বলেছেন, ‘চলমান সময়য়ের অগ্রগতির ধারার সাথে যুক্ত থাকতে হলে অন্তর্জালের দুনিয়ায় চলা শিখতে হবে, তবে নিজেকে নিরাপদ রাখার কৌশল না জানলে পদে পদে বিপদগ্রস্থ হওয়ার সম্ভাবনা আছে। বিশেষ করে নারীদের আরও বেশি জানতে ও শিখতে হবে’।

কেন্দ্রীয় শুভ সংঘের সহযোগিতায় রোববার দিনভর গোবিন্দগঞ্জ উপজেলা মহিলা ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে উপজেলা শুভসংঘের এই সেমিনারে ওই প্রতিষ্ঠানের তিনশতাধিক শিক্ষার্থী ছাড়াও অন্য শিক্ষা প্রতিষ্ঠানের নারী শিক্ষার্থী, শিক্ষক, সমাজকর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উপজেলা সভাপতি তাহমিদ চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও শিক্ষা) মো. সাদেকুর রহমান, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শুভসংঘের প্রধান উপদেষ্টা মো. আবদুল লতিফ প্রধান, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফ হোসেন, সরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ বসির আহম্মেদ, মহিলা কলেজের অধ্যক্ষ আহসান হাবীব প্রিন্স, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাবুলাল চৌধুরী, উপজেলা শুভসংঘের সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ বিপ্লব, সঙ্গীত শিল্পী ও সংগঠক তনু রায় এবং কালের কন্ঠের জেলা প্রতিনিধি অমিতাভ দাশ হিমুন।

এর আগে শাহ জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী শুভংকর রায় সেমিনারের প্রতিপাদ্য বিষয় নিয়ে তথ্যচিত্র প্রদর্শনীর মাধ্যমে আলোচনা করেন। এ সময় তিনি নারী শিক্ষার্থীদের প্রশ্নেরও উত্তর দেন।

সেমিনারে ইউএনও মো. আরিফ হোসেন বলেন, কালের কন্ঠ শুভসংঘের এই আয়োজন সময় উপযোগি।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বেশিরভাগ ক্ষেত্রে সাইবার ক্রাইমের শিকার হচ্ছেন নারীরা। তিনি সেমিনারে অংশগ্রহণকারী নারী শিক্ষার্থীদের সঠিক ভাবে জেনে মেইল, সামাজিক যোগাযোগ মাধ্যম, ম্যাসেঞ্জার, হোয়াটসআপ, ইমো,ভাইবারসহ সবকিছু ব্যব্হারের পরামর্শ দেন।

উপজেলা চেয়ারম্যান আবদুল লতিফ প্রধান বলেন, শুভসংঘের কর্মকান্ডে তিনি মুগ্ধ। দূর্যোগে দু:সময়ে বসুন্ধরা গ্রুপের খাদ্য ও বিভিন্ন সহায়তা নিয়ে তারা যে ভাবে জেলার মানুষের পাশে দাঁড়িয়েছেন, তা প্রশংসনীয়। পাশাপাশি শিক্ষা সংস্কৃতি ক্ষেত্রেও তাদের অবদান তিনি খুব কাছ থেকে দেখেছেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত আগ্রহে সারা দেশে প্রতিটি ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতি কার্যকর হয়েছে। তবে আধুনিক প্রযুক্তির এই সুফলকে ব্যহত করতে নানা ভাবে একটি চক্র প্রতারণার হাতিয়ার হিসেবে গ্রহণ করেছে। তিনি মেয়েদের প্রযুক্তি ব্যবহারের সময় নিরাপত্তা বলয় সৃষ্টির ধারণা গ্রহনের আহবান জানান।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাবুলাল চৌধুরী বলেন, শুভ সংঘের মাধ্যমে বসুন্ধরা গ্রুপ তরুণদের মানবতার পাঠ দিচ্ছে। তিনি শিক্ষা সংস্কৃতি চর্চার বাহন হিসেবে নেট দুনিয়াকে ব্যবহারের আহবান জানান।

তিনি বলেন, প্রযুক্তি থেকে শুভকর উপাদান গ্রহণ করার ক্ষেত্রে অভিভাবক ও শিক্ষকদের উদ্যোগী হয়ে শিক্ষার্থীদের মানসিক শক্তি দিতে হবে। শুধু আইন দিয়ে সব কিছু করা যায় না।

কালের কন্ঠ শুভ সংঘকে ধন্যবাদ জানিয়ে গোবিন্দগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. আহসান হাবীব প্রিন্স বলেন, তার প্রতিষ্ঠানের নারী শিক্ষার্থীরা এই আয়োজনের শিক্ষা কাজে লাগিয়ে লেখাপড়ায় এগিয়ে যাবে।

গোবিন্দগঞ্জ সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ বসির আহম্মদ বলেন, শুধু তরুণরাই নয়, সব বয়সের মানুষকেই প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি সতর্ক থাকার নিয়ম কানুন শিখতে হবে। এই আয়োজন থেকে অনেক কিছু অর্জন করা গেছে।

অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাদেকুর রহমান বলেন, প্রযুক্তি হাতের মুঠোয়। শিক্ষা, বিনোদন, তথ্য সংগ্রহ ও অন্যান্য যোগাযোগের এই অবারিত সুযোগকে কাজে লাগাতে হবে। তিনি শিক্ষার্থীদের নৈতিকভাবে সততার পরিচয় দিয়ে এসব ব্যবহারের আহবান জানান।

তিনি বলেন, অন্য কেউ নয়, নিজেকেই নিজের নিয়ন্ত্রণ নিতে হবে। কারো প্ররোচনায় অনৈতিক কাজে প্রযুক্তি ব্যবহার করা যাবে না। এতে নিজেকেই সর্বনাশের শিকার হতে হবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ওই কলেজের ৫০ শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ উপহার দেয় শুভ সংঘ। অতিথি ও নারী শিক্ষার্থীরা সম্মিলিতভাবে শপথ গ্রহণ করে মাদক, সন্ত্রাস, বাল্য বিয়ে, মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তি, যৌতুক প্রথা, যৌন হয়রানী, জঙ্গীবাদ ও ইন্টারনেটের অপব্যবহারকে না বলে। পরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কলেজ চত্বরে ফলদ, বনজ, ঔষধী ও ফুল গাছের চারা রোপণ করা হয়।

দীর্ঘ সময় ধরে চলা এই অনুষ্ঠান সার্বিকভাবে সমন্বয় করেন, উপজেলা শুভসংঘের সহসভাপতি রাশিদ তাকি রাশু, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক শাহাদাত আলম স্বাধীন , নারী বিষয়ক সম্পাদক তনু রায়, সাংস্কৃতিক সম্পাদক আজমাইন মাহতাব, সদস্য জাহিদ হাসান, কৃষ্ণ মোহন্ত, মাহফুজ মন্ডল, তীর্থ তালুকদার, রুদ্র চৌধুরী, দোয়েল, ইকবাল লোহানী, জেলা শুভসংঘের আপ্যায়ন বিষয়ক সম্পাদক জয় কুমার দাস, পলাশবাড়ি উপজেলা শুভ সংঘ সভাপতি নাহিদ হাসানসহ অন্যরা। প্রকৌশল সহযোগিতা করেন এ জে শাওন।

আপনার মতামত লিখুন :