গোবিন্দগঞ্জে শিশুসহ দুইজনের মরদেহ উদ্ধার
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে শিশুসহ দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার বেলা ১২টার দিকে উপজেলার শাখাহার ইউনিয়নের বটতলা গ্রামে একটি পুকুর থেকে শুভ (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। নিহত কিশোর উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের বাগদা বাজার এলাকার শহিদুল ইসলামের ছেলে।
একইদিন উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের অনন্তপুর নয়াপাড়া গ্রামে বিলের পানিতে ডুবে রব্বানী (০৩) নামের এক শিশুর মৃত্যু হয়। নিহত শিশু ওই গ্রামের আয়েজ উদ্দিনের ছেলে। পরিবারের লোকজন জানায়, দুপুরে রব্বানী বাড়ী থেকে নিখোঁজ হয়। খোঁজা-খুঁজির একপর্যায়ে বাড়ীর পাশে বিলের পানি থেকে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
উপজেলার শাখাহার ইউনিয়নের বটতলা গ্রামে পুকুরে শুভ (১৬) নামের এক কিশোরের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ পুকুর থেকে লাশটি উদ্ধার করে।
রৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) মিলন চ্যাটার্জী বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত শুভ দীর্ঘদিন ধরে অসুস্থ। ওই কিশোর মৃগী রোগী হওয়ায় নিজেই পানি পড়ে মারা গেছে বলে গ্রামবাসীর ধারণা।

