গোবিন্দগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ষষ্ট শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১২:০৬ PM, ০৭ নভেম্বর ২০২০

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ষষ্ট শ্রেণির এক ছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ধর্ষক নুর আলম রামচন্দ্রপুর দ্বি-মুখি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

অভিযোগে জানা গেছে, উপজেলার নাকাই ইউনিয়নের পূর্ব পগইল গ্রামের শামীম মন্ডলের (প্রবাসী) স্ত্রী শরিফা বেগম শুক্রবার বিকেলে মেয়ে (১৩) ও ভাতিজিকে (৭) বাড়ীতে রেখে পার্শ্ববর্তী বড়দহ গ্রামে আগুনে পুড়ে যাওয়া বাড়ী দেখতে যান। এরপর ভাতিজিও তার বাড়িতে চলে যায়। এসময় একই গ্রামের মৃত এমদাদুল হকের ছেলে লম্পট শিক্ষক নূর আলম ওই বাড়ীতে প্রবেশ করে মেয়েকে একা পেয়ে দরজা বন্ধ করে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ভাতিজি ওই বাড়িতে ফিরে এসে দরজা বন্ধ দেখে ডাকাডাকি করলে লম্পট শিক্ষক দরজা খুলে দৌঁড়ে পালিয়ে যায়। এ ঘটনায় মেয়ের মা শরিফা বেগম বাদী হয়ে শনিবার (৭ নভেম্বর) গোবিন্দগঞ্জ থানায় ধর্ষণ মামলা দায়ের করে।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও বলেন, ওই শিক্ষকের বিরুদ্ধে ইতিপূর্বেও ধর্ষণের মামলা হয়েছে। ওই মামলায় সে জামিনে আছে। লম্পট শিক্ষককে গ্রেপ্তারে পুলিশের জোর তৎপরতা অব্যাহত আছে।

আপনার মতামত লিখুন :