গোবিন্দগঞ্জে শহীদ লিয়াকত আলী তিতু’র ২৬ তম শাহাদৎ বার্ষিকী পালন 

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:২০ PM, ০৯ নভেম্বর ২০২১

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

বাংলাদেশ ছাত্রলীগ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শাখার আয়োজনে শহীদ লিয়াকত আলী তিতু’র ২৬ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে স্বরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক রাজু সরকারের সভাপতিত্বে উক্ত স্বরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌরসভার মেয়র আতাউর রহমান সরকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক আব্দুল লতিফ প্রধান।

উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শফিউল আলম হিরু ও ফরহাদ আলীর সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মিয়া আসাদুজ্জামান হিরু, সাংগঠনিক সম্পাদক ও দরবস্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আ.র.ম শরিফুল ইসলাম জর্জ, কোচাশহর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান মন্ডল, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি তাহেদুল ইসলাম রকেট, গাইবান্ধা জেলা ছাত্রলীগের সহসভাপতি ইকবাল হোসেন লোহানী, জেলা ছাত্রলীগের সদস্য সোহাগ মাহি, রাখালবুরুজ ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক সাকিব আল হাসান সজীব, তালুককানুপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিখন সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক আলকাস আলী, সাপমারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শামীম রেজা মন্টু, গুমানীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল আলম সরকার ও পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক রফিকুল ইসলাম প্রমূখ।

স্বরণসভায় দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মোঃ ক্বারী হুসাইন আহম্মেদ।

উল্লেখ্য, ১৯৯৫ সালের ৯ নভেম্বর বিএনপি ছাত্রদলের ক্যাডার বাহিনীর গুলিতে নিহত হয় মেধাবী ছাত্রলীগ নেতা লিয়াকত আলী তিতু।

আপনার মতামত লিখুন :