গোবিন্দগঞ্জে শর্ট সার্কিটের আগুনে পুড়ল কোটি টাকার মালামাল

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:৪৩ PM, ০১ নভেম্বর ২০২২

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭টি ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে।

জানা গেছে, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে পৌর শহরের প্রাণকেন্দ্র চারমাথা বনফুল হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর পাশে একটি মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে  গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ আরিফ আনোয়ারের নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি টিম স্থানীয় জনগনের সহায়তায় প্রায় ২ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি তাদের ক্ষয়-ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যাবে।

অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থ ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে শাওন মেশিনারী, সততা মিলস এন্ড মেশিনারী, এম ট্রেডার্স, শামীম ষ্টোর এবং অহন মটরস্ রয়েছে।

বিদ্যুতের সর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সুত্রপাত হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিট ইনচার্জ মো. আরিফ আনোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন,  খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার  পর আগুন নিয়ন্ত্রণে আসে।

আপনার মতামত লিখুন :