গোবিন্দগঞ্জে শতাধিক সাঁওতাল নারীদের মাঝে কম্বল বিতরণ
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালপল্লীর শতাধিক নারীর মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদের উদ্যোগে শনিবার দুপুরে উপজেলার কাটামোড়ে এ কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, গাইবান্ধা আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের আহবায়ক ও জেলা বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, সামাজিক সংগ্রাম পরিষদের সদস্য সচিব জাহাঙ্গীর কবির তনু, মানবাধিকার কর্মি অঞ্জলি রানী দেবী, ওয়ার্কার্স পার্টি (মার্কবাদী) মৃনাল কান্তি, সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির ডা. ফিলিমন বাস্কে, সাংগঠনিক সম্পাদক স্বপন শেখ, সহসাংগঠনিক সম্পাদক সুফল হেমব্রম ও সদস্য ময়নুল ইসলাম প্রমুখ।

