গোবিন্দগঞ্জে লাউয়ের পিকআপে মিলল ৩১৬ বোতল ফেনসিডিল
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে লাউ বোঝাই পিকআপ থেকে ৩১৬ বোতল ফেনসিডিল সহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুহস্পতিবার রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার শোলাগাড়ীনামক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় ফেনসিডিল পরিবহনের পিকআপটি জব্দ করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন-দিনাজপুর সদর রামনগর গ্রামের বাসিন্দা মৃত শাহাবুল ইসলামের ছেলে শামীম মিয়া (২৮) ও একই গ্রামের মৃত রতন শেখের ছেলে রাজবীর (২১)।
পুলিশ জানায়, বুহস্পতিবার রাত আড়াইটার দিকে দিনাজপুর থেকে ছেড়ে আসা লাউ বোঝাই একটি পিকআপ পৌরশহরের ভিতর দিয়ে দ্রুতগতিতে যাচ্ছিল। এতে টহলরত পুলিশের সন্দেহ হলে পিকআপটিকে ধাওয়া করে মহিমাগঞ্জ রোডস্থ শোলাগাড়ী নামক এলাকায় আটক করা হয়। পরে লাউ বোঝাই পিকআপটিতে তল্লাশি করা হলে লাউয়ের নিচে বস্তায় রাখা ৩১৬ বোতল ফেনসিডিল উদ্ধার করে হয়। এসময় শামীম মিয়া ও রাজবীর নামে দুজনকে আটক করে পুলিশ। সেইসাথে পিকআপটিও জব্দ করা হয়। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোবিন্দগঞ্জ থানায় মামলা করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. তাইজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

