গোবিন্দগঞ্জে রাত পোহালেই ১টি ইউনিয়নে ভোট, রয়েছে উদ্বেগ-উৎকন্ঠা

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:৩৭ PM, ০৪ জানুয়ারী ২০২২

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

রাত পোহালেই আগামীকাল বুধবার (৫ জানুয়ারী) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার শুধু উপজেলার কামারদহ ইউনিয়নে নির্বাচন হতে যাচ্ছে। এ ইউনিয়নের ০৯ কেন্দ্রের ০৬টিই ঝুঁকিপূর্ণ। তবে যেকোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।

ওই ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৩ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ এবং সাধারণ সদস্য পদে ৪০ জন। ওইদিন সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, কামারদহ ইউনিয়নের মোট ০৯ টি কেন্দ্রের ৭২ টি বুথে ভোট গ্রহণ করা হবে। মোট ভোটার সংখ্যা ২৫ হাজার ১৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৩১৭ এবং ১২ হাজার ৬৯৯ জন মহিলা ভোটার রয়েছেন। এই ইউনিয়নের ০৯টি ভোট কেন্দ্রের মধ্যে ০৬টি ঝুঁকিপূর্ণ।

উপজেলা নির্বাচন কর্মকর্তা বিএস ব্রজেন্দ্র নাথ, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে। যেকোনো ধরণের অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় প্রস্তুত তারা। আর ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাঈদ জানান, নির্বাচনকে ঘিরে দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১জন, ১ প্লাটুন বিজিবি ও পুলিশের মোবাইল টিম থাকবে ৪টি এবং র‌্যাবের টহল টিমও অবস্থান করবে।

আপনার মতামত লিখুন :