গোবিন্দগঞ্জে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি তাহেদুল ইসলাম রকেটের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ঠান্ডুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি গাইবান্ধা- ৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী ঢাকায় থাকার কারণে মোবাইল কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন।
এতে বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র আতাউর রহমান সরকার ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান।
সভায় অন্যান্যের মাঝে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু, সংসদ সদস্যের সমন্বয়কারী কৃষিবিদ আব্দুল্যাহ আল হাসান চৌধুরী লিটন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ র ম শরিফুল ইসলাম জর্জ ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কোচাশহর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান মন্ডল এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ আরও অনেকে।

