গোবিন্দগঞ্জে যুবকের লাশ উদ্ধার

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৮:২০ AM, ০৯ জানুয়ারী ২০২১

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জে রাজু সরকার (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৯ জানুয়ারি) সকালে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সমসপাড়া এলাকায় নয়া ব্রিজের নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত রাজু ওই ইউনিয়নের পূর্ব সমসপাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে। সে চায়না কোম্পানিতে শ্রমিকের কাজ করত। 

স্থানীয় সূত্রে জানা গেছে, কোম্পানির কাজ শেষে স্থানীয় বালুয়া বাজার থেকে বাইসাইকেল যোগে বাড়ী ফেরার পথে কে বা কারা রাজুর মাথা এবং শরীরের বিভিন্নস্থানে আঘাত করে হত্যা করে লাশ ব্রিজের নিচে ফেলে রেখে গেছে।

গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন জানান, এলাকাবাসী উক্তস্থানে যুবকের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

তিনি আরও বলেন, রাতের কোন এক সময় ওই যুবককে হত্যা করে লাশ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। মামলার প্রস্তুতি চলছে। হত্যার রহস্য উদ্ঘাটনসহ আসামী গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

আপনার মতামত লিখুন :