গোবিন্দগঞ্জে যুবককে হত্যা; গ্রেপ্তার ৩
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে রাজু সরকার নামের যুবককে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (জানুয়ারি) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হত্যাকান্ডে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- গাইবান্ধা সদরের ধুতিচড়া গ্রামের বাসিন্দা আব্দুল জলিলের ছেলে এরশাদ মিয়া (৩০), উপজেলার তালুককানুপুর ইউনিয়নের নুনদহ গ্রামের আব্দুল হাই তারা মিয়ার ছেলে শাহ আলম (৩২) এবং একই ইউনিয়নের সমসপাড়া গ্রামের সাহেব উদ্দীনের ছেলে মোজাম্মেল গাছু (৪০)।
উল্লেখ্য, শনিবার (৯ জানুয়ারী) সকালে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সমসপাড়া এলাকায় নয়া ব্রিজের নিচ থেকে রাজু সরকার নামে যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। রাজু ওই ইউনিয়নের পূর্ব সমসপাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে। সে চায়না কোম্পানিতে শ্রমিকের কাজ করতেন।
রাজু কোম্পানির কাজ শেষে স্থানীয় বালুয়া বাজার থেকে বাইসাইকেলযোগে বাড়ী ফেরার পথে কে বা কারা রাজুর মাথা এবং শরীরের বিভিন্নস্থানে আঘাত করে হত্যা করে লাশ ব্রিজের নিচে ফেলে রেখে যায়। এ ঘটনায় নিহত রাজুর বাবা মোজাম্মেল হক বাদী হয়ে থানায় অজ্ঞাত আসামী করে মামলা করে।
গোবিন্দগঞ্জ থানার ওসি একেএম মেহেদী হাসান জানান, হত্যাকান্ডে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে তাদের ৭দিনে রিমান্ড চাওয়া হয়েছে।
আসামীদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে হত্যার প্রকৃত ঘটনা উম্মোচিত হবে। আরও দুইজন সন্দেহের তালিকায় রয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

