গোবিন্দগঞ্জে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১০:০১ PM, ১২ ফেব্রুয়ারী ২০২২

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জে খোকন মিয়া (৩৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার রাজাহার ইউনিয়নের রাজাবিরাট নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খোকন মিয়া ওই গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে।

পুলিশ ও নিহতের পারিবারিক সুত্রে জানা গেছে, খোকন শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হন। রাতে তিনি নয়াপাড়া গ্রামে গণপিটুনির শিকার হন। ওইরাতেই আহতাবস্থায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়। শনিবার দুপুরে পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
লাশটি ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ওসি ইজার উদ্দিন জানান, উপজেলার রাজাবিরাটের নয়াপাড়া (সাঁওতালপাড়া) এলাকায় চোর সন্দেহে স্থানীয় লোকজনের গণপিটুনিতে আহত হন খোকন। আহতাবস্থায় নিজ বাড়ি ফিরে মারা যান তিনি। ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

নিহত খোকনের খালা আনোয়ারা বেগমের দাবি, পুর্বশক্রতার জের ধরে পরিকল্পিতভাবে খোকনকে পিঠিয়ে হত্যা করা হয়েছে। তিনি আরো বলেন, খোকনের শরীরে তীরের চিহৃ রয়েছে। তাকে তীর দিয়ে আঘাত করে মেরে নিজ বাড়ীতে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। তারা এই হত্যার বিচার চান।

আপনার মতামত লিখুন :