গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাসে তল্লাশি, ৫ কেজি গাঁজাসহ যুবক আটক

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:৪৫ AM, ০৪ নভেম্বর ২০২৫

Spread the love
গাইবান্ধা প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার চাপড়িগঞ্জ এলাকায় একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এসময় ছাদেক হোসাইন (২৩) নামের এক যুবককে আটক করা হয়। তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী এলাকার জাফর আলমের ছেলে।
সোমবার (৩ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) তাহসিনের নেতৃত্বে আতাউল্যাহ স্পেশাল নামের একটি বাসে এই তল্লাশি চালানো হয়।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবক দোষ স্বীকার করে বলেন, তিনি কুড়িগ্রামের ফুলবাড়ি এলাকা থেকে গাঁজাগুলো সংগ্রহ করে পাবনা জেলার দিকে নিয়ে যাচ্ছিলেন। তার টিকিট চেক করেও নাটোরগামী রুট নিশ্চিত করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজ্জু করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, এর আগে গত ১৪ অক্টোবর গোবিন্দগঞ্জ চারমাথা এলাকায় একই আতাউল্যাহ স্পেশাল পরিবহনে অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজা ও ওয়াকিটকিসহ পুলিশ দু’জনকে আটক করেছিল। এরপর থেকেই পরিবহনটিকে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন :