গোবিন্দগঞ্জে যাত্রীবাহি বাসে প্রতিদিনই মিলছে ফেনসিডিল
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহি বাসে তল্লাশি চালিয়ে প্রতিদিনই ফেনসিডিল উদ্ধার করছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) রাতে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়কের বাধন পাম্পের সামনে দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিভিন্ন পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে যাত্রীর কাছ থেকে ১৩০ বোতল ফেনসিডিল উদ্ধার সহ পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো- ঢাকা দোহার থানার রুটিয়া পল্লি বাজার এলাকার বাসিন্দা আলী হোসেনের ছেলে মনির (৩২), দিনাজপুর কোতয়ালী থানার উত্তর রাজারামপুর এলাকার বাসিন্দা মৃত বাচ্চু মিয়ার ছেলে মোয়াজ্জেম হোসেন (২৮), বালুয়া ডাংগার বাসিন্দা কাদেরের ছেলে ইব্রাহীম (৩১), দিনাজপুর ফুলবাড়ী থানার মহাজনপাড়া এলাকার বাসিন্দা ইয়াকুব আলীর ছেলে কোরবান আলী (২১) ও রামসাগর তাজপুর বাগিচাপাড়া এলাকার বাসিন্দা মংলার ছেলে সাকিব রানা (২০)।
প্রসঙ্গত, গোবিন্দগঞ্জ উপজেলা থেকে হিলি-দিনাজপুর নিকটবর্তী হওয়ায় সক্রিয় মাদক ব্যবসায়ীরা। খুব সহজেই তারা পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আনছে নিষিদ্ধ ফেনসিডিল। আর প্রতিদিনই ফেনসিডিলের চালান পরিবহন সহ বিভিন্নভাবে ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় পৌঁছে দিচ্ছে তারা। বিভিন্ন পরিবহনে তল্লাশি করে প্রতিদিনই মিলছে ফেনসিডিলের চালান।
গত কয়েকদিনে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়কের বাধন পাম্পের সামনে চেকপোষ্ট বসিয়ে বিভিন্ন পরিবহনে তল্লাশি করে ১৭ জন ফেনসিডিল ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৪৯৭ বোতল ফেনসিডিল। এছাড়া ১৮০ পিস ইয়াবা সহ ২জনকে গ্রেপ্তার করে পুলিশ।
গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন বলেন, গত কয়েকদিনে আমরা ইয়াবা ও ফেনসিডিল ব্যবসায়ীসহ ১৯জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছি। তিনি আরও বলেন, ভারতীয় সীমানা নিকটবর্তী হওয়ায় খুব সহজেই মাদক ব্যবসায়ীরা ফেনসিডিলগুলো পেয়ে যাচ্ছে। ফলে মাদক কারবারিরা পরিবহনসহ বিভিন্নভাবে মাদক পাচার করছে। পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে।

