গোবিন্দগঞ্জে মোটরসাইকেল-অটোভ্যানের সংঘর্ষে প্রাণ গেল শিক্ষকের
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোটরসাইকেল ও অটোভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেল আরোহি শিক্ষক নুরন্নবী (৪০) নিহত হয়েছেন।
নিহত নুরন্নবী উপজেলার সাপমারা ইউনিয়নের সারাই গ্রামের বাসিন্দা মৃত আকবর আলীর ছেলে। তিনি পিয়ারাপুর আইজিএম স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীর বরাতে জানা গেছে, শুক্রবার (৩০ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে নুরন্নবী মোটরসাইকেলযোগে গোবিন্দগঞ্জ বন্দর থেকে বাড়ী ফিরছিলেন। পথিমধ্যে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়কের কামারপাড়া নামকস্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়।
এসময় মোটরসাইকেলটি রাস্তায় ছিটকে পড়ে নুরন্নবী গুরুতর আহত হন। স্থানীয়রা আহত অবস্থায় নুরন্নবীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বগুড়া শজিমেক হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। উন্নত চিকিৎসার জন্য বগুড়া নেওয়ার পথে তার মৃত্যু হয়।
গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন বিষয়টি নিশ্চত করেন।

