গোবিন্দগঞ্জে মেয়র পদে আ’লীগের বিদ্রোহী প্রার্থী নির্বাচিত

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:০৫ PM, ৩০ জানুয়ারী ২০২১

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আ’লীগের বিদ্রোহী প্রার্থী মুকিতুর রহমান রাফি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১১ হাজার ১শ’ ৪৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির প্রার্থী ফারুক আহম্মেদ পেয়েছেন ৫ হাজার ৪শ’ ৯৪ ভোট। আ’লীগ প্রার্থী কেএম জাহাঙ্গীর আলম পেয়েছেন ৫ হাজার ৩৯ ভোট।

মুকিতুর রহমান রাফি দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে আ’লীগের বিরুদ্ধে নির্বাচনে অংশ গ্রহণ করায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। এর আগেও তিনি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়েছিলেন। সে সময়ও তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

তৃতীয় ধাপে শনিবার ৩০ জানুয়ারী সকাল ৮টায় শুরু হয়ে একটানা ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। অবাধ, সুষ্ঠু ও শাস্তিপূর্ণভাবে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৫জন প্রার্থী। এছাড়া কাউন্সিলর পদে ৩৭ জন ও সংরক্ষিত নারী আসনে ১২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। মোট কেন্দ্র ১৫টি, মোট ভোটার পুরুষ ১৪ হাজার ৬শ’ ৭৪, নারী ভোটার রয়েছেন ১৫ হাজার ৩শ’ ৫জন।

শনিবার সন্ধ্যায় ভোট গণনা শেষে উপজেলা পরিষদ হলরুমে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মো. আব্দুল মোত্তালিব।

জেলা নির্বাচন অফিসার আব্দুল মোত্তালিব বলেন, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ১৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

আপনার মতামত লিখুন :