গোবিন্দগঞ্জে মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা, নারীসহ আহত ২

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:৫৬ PM, ১০ অগাস্ট ২০২২

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী (কুঠরাপাড়া) গ্রামে এক মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।
জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের এ হামলায় আহত মুক্তিযোদ্ধা শাখাওয়াত হোসেনের স্ত্রী ফুলেরা বেগম (৬৫) ও পুত্র সুজনকে (৩০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

বুধবার (১০আগস্ট) দুপুরে এ ঘটনায় ফুলেরা বেগম ৪জনকে অভিযুক্ত করে স্থানীয় থানায় অভিযোগ দেন।

জানা গেছে, ওই গ্রামের মুক্তিযোদ্ধা শাখাওয়াত হোসেনের সঙ্গে প্রতিবেশি আব্দুল বাকীর দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল।এ ঘটনায় শাখাওয়াত হোসেন শান্তিভঙ্গের শঙ্কায় গাইবান্ধা নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে পিটিশন মামলা দেন।এ মামলায় প্রতিপক্ষরা শান্তিভঙ্গ করিবেনা মর্মে মুচলিকায় আবদ্ধ হয়ে রেহাই পান।

ফুলেরা বেগমের অভিযোগ,তার ছেলে মঙ্গলবার সকালে বিরোধীয় জমির বাঁশঝাড়ের কয়েকটি বাঁশ কাটছিল। এ সময় আব্দুল বাকীর নেতৃত্বে ৫/৭ জন যুবক দেশীয় অস্ত্রেসস্ত্রে সজ্জিত হয়ে তাদের ওপর অতর্কিত হামলা করে।যুবকের দল অ্যালোপাথারী মারধর করে ছেলেকে আহত করার পর তাকেও মারধরের এক পর্যায়ে শ্লীলতাহানি ঘটায়। তবে আব্দুল বাকী তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন :