গোবিন্দগঞ্জে মাটির পাটের কুপে পড়ে প্রাণ হারালো দুই ভাই
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাটির পাটের কুপে পড়ে হাবিবুর রহমান (২৭) ও হাসান আলী (৩২) নামের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
উপজেলার দরবস্ত ইউনিয়নের অভিরামপুর গ্রামে সোমবার সকালে বাড়ির উঠানে থাকা অরক্ষিত পাটের কুপে পড়ে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় তাদের উদ্ধারে মিন্টু মিয়া নামের এক প্রতিবেশি এগিয়ে আসলে সেও কুপে পড়ে গুরুতর আহত হন। নিহত দুই ভাই ওই গ্রামের মো. আফতাব হোসেনের ছেলে।
স্থানীয় ও নিহতের পরিবারের বরাতে জানা যায়, সকালে হাবিবুর রহমান বাড়ির পিছনে থাকা শৌচাগারে যান। সেখান থেকে ঘরে ফেরার পথে বাড়ির উঠানে অরক্ষিত মাটির পাটের কুপে হঠাৎ পা পিছলে পড়ে যান হাবিবুর। এসময় তাকে উদ্ধার করতে গিয়ে কুপে পড়ে যান বড়ভাই হাসান ও প্রতিবেশী মিন্টু মিয়া। এসময় কুপের ভিতরেই হাবিবুর রহমান ও হাসান নামের দুই সহোদরের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় মিন্টু মিয়াকে।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ওসি একেএম মেহেদী হাসান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালিয়ে হাসান ও হাবিবুর রহমানের লাশ উদ্ধার করে। এছাড়া আহত অবস্থায় মিন্টু মিয়াকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

