গোবিন্দগঞ্জে মাটির নিচে চাপা পড়া যুবককে জীবিত উদ্ধার
গাইবান্ধা প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাটির নিচে চাপা পড়া বাবলু মিয়া (৪০) নামে এক যুবককে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। গতকাল মঙ্গলবার বেলা দেড়টার দিকে পৌরশহরের হাসপাতালমোড় ঢাকা-রংপুর মহাসড়ক সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ওই যুবক পৌর শহরের বুজরুক বোয়ালিয়া গ্রামের মৃত ওমর আলীর ছেলে।
ফায়ার সার্ভিস গোবিন্দগঞ্জ ইউনিট ইনচার্জ আরিফ আনোয়ার স্থানীদের বরাতে জানান, বাবলু মিয়া প্রায় ৮ ফুট গভীরে ঘরের ভিত্তিপ্রস্তরের ইট মাটির নিচ থেকে উত্তোলন করছিলেন। এসময় সাইড থেকে মাটি ধসে তার শরীরের ওপর পড়ে। এতে তিনি মাটির নিচে আটকা পড়েন।
স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে গিয়ে প্রায় ২০ মিনিট চেষ্টায় মাটি সরিয়ে তাকে জীবিত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করান ফায়ার সার্ভিসের কর্মীরা।

