গোবিন্দগঞ্জে মাছ ব্যবসায়ীর বস্তাবন্দী লাশ উদ্ধার

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:০৭ PM, ২১ ডিসেম্বর ২০২০

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জে শিমুল মিয়া (২৬) নামের এক মাছ ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার ফুলপুকুরিয়া বাজার থেকে লাশটি উদ্ধার করা হয়।

শিমুল মিয়া বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নের মোন্নাপাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে।

জানা গেছে, উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের আলীপুর নামক এলাকায় সোমবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় রাস্তার পাশে অজ্ঞাত মাইক্রোযোগে একটি বস্তা বন্দী লাশ ফেলে যায় দুর্বৃত্তরা। পথচারীরা রাস্তার পাশে বস্তাবন্দি অবস্থায় লাশটি পড়ে থাকতে দেখে। এসময় পথচারীরা তাকে জীবিত ভেবে গাড়িতে করে ফুলপুকুরিয়া বাজারে নিয়ে যায়। সেখানে স্থানীয়রা তাকে মৃত ভেবে থানায় খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। 

আপনার মতামত লিখুন :