গোবিন্দগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১০:৫৮ PM, ২১ জুন ২০২২

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মঙ্গলবার সকালে নদীতে জাল পেতে মাছ ধরতে গিয়ে এরশাদ আলী (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের বসু মিয়ার ছেলে।

পারিপারিক সূত্রে জানা যায়, এরশাদ আলী বেলা ১১ টার দিকে বাড়ীর অদূরে শঙ্কর ঘাটের আলাই নদীতে মাছ ধরার জন্য কারেন জাল পেতেছিল। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ দশ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

আপনার মতামত লিখুন :