গোবিন্দগঞ্জে মহান বিজয় দিবস উদযাপিত
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের আয়োজনে নানা কর্মসূচি পালিত হয়েছে। এরমধ্যে সকালে কাটাখালী স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত। সকাল ৯টার দিকে বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ এবং জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া বীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক সংগঠন শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র আতাউর রহমান সরকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান, স্থানীয় সংসদ সদস্যের সমন্বয়কারী কৃষিবিদ আবদুল্লাহ আল হাসান লিটন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজির হোসেন, দরবস্ত ইউপি চেয়ারম্যান আ,র,ম, শরিফুল ইসলাম জর্জ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম প্রমুখ।

