গোবিন্দগঞ্জে মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবি দিবসের প্রস্তুতি সভা

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৭:২১ PM, ২২ নভেম্বর ২০২৪

Spread the love

স্টাফ রিপোর্টার;

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা। সভায় দিবস দুটি পালনে নানা কর্মসূচি গৃহীত হয়।

সভায় বক্তব্য রাখেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম, সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম আজাদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জাফরিন জাহেদ জিতি, উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহম্মেদ, জেলা জামায়াতের সাবেক আমীর আব্দুর রহিম সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর মামুনুর রশিদ, সমাজসেবা কর্মকতা শফিউল আলম জুয়েল ও উপজেলা সমবায় কর্মকর্তা এনামুল হক প্রমুখ।

এছাড়া সাংবাদিকবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দিবস দুইটির কর্মসূচির মধ্যে রয়েছে- ‌১৪ ডিসেম্বর কাটাখালী গণকবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আলোচনা সভা, বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা, সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা সরকারি, স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, সকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, দুপুরে হাসপাতাল ও এতিমখানায় বিশেষ খাবার পরিবেশন, বাদ যোহর দেশের শান্তি ও অগ্রগতি এবং সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মসজিদে বিশেষ মোনাজাত এবং সুবিধাজনক সময়ে মন্দির ও গীর্জাসহ অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন।

আপনার মতামত লিখুন :