গোবিন্দগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে যাত্রীবাহী ১৮টি বাসের জরিমানা
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সরকারি বিধিনিষেধ অমান্য করে ঢাকা-রংপুরমহাসড়কে চলাচল করায় ভ্রাম্যমাণ আদালতে ১৮টি যাত্রীবাহী বাসের জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার সামনে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় বিধিনিষেধ অমান্য করায় ১৮টি যাত্রীবাহী বাসের ১৪ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম জানান, করোনাভাইরাস সংক্রমণরোধে সরকারি নির্দেশনা অমান্য করে যাত্রী পরিবহনের দায়ে বাসগুলোর জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান আছে। সেই সাথে তিনি স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন, গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খায়রুল ইসলাম সহ আরও অনেকে।

