গোবিন্দগঞ্জে ভিজিএফ চাল আনতে গিয়ে বৃদ্ধের মৃত্যু
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ভিজিএফ চাল আনতে গিয়ে আব্দুর রহিম দরবেশ (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম ওই ইউনিয়নের বেড়ামালঞ্চা (জুম্মাপাড়া) গ্রামের বাসিন্দা।
জানা গেছে, ঈদ উপলক্ষে দুঃস্থদের খাদ্য সহায়তা ভিজিএফ কর্মসূচির আওতায় চাল নেয়ার জন্য মৃত আব্দুর রহিম আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদে যায়। সেখানে চাল নেয়ার জন্য লাইনে দাঁড়ালে প্রচন্ড ভীড়ের চাপে পদদলিত হয়ে আব্দুর রহিম ঘটনাস্থলে মারা যান। তালুককানুপুর ইউনিয়নের জন্য ৪ হাজার ৮শ’ সুবিধাভোগি পরিবারে জন্য ১০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়। ইউনিয়ন পরিষদ থেকে আজ ওই চাল বিতরণ করা হয়।
এ ঘটনার সত্যতা স্বীকার করে গোবিন্দগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ ইজার উদ্দিন জানান, ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মাষ্টার মোবাইলে ঘটনাটি তাকে অবহিত করে বলেছেন পদদলিত নয় হৃদ ক্রিয়া বন্ধ হয়ে আব্দুর রহিম মারা গেছেন।
এ বিষয়ে তালুককানুপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহমান মাষ্টারের সঙ্গে একাধিকবার মোবাইলে যোগাযোগের চেষ্টা করলেও তিনি মোবাইল রিসিভ করেননি।

