গোবিন্দগঞ্জে বীর মুক্তিযোদ্ধা তারাপদ ঘোষ মারা গেছেন 

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১২:৫৯ AM, ০১ ফেব্রুয়ারী ২০২৩

Spread the love

স্টাফ রিপোর্টার;

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার বাসিন্দা রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা তারাপদ ঘোষ মারা গেছেন। তিনি পৌরসভার পুরাতন বন্দরের স্বর্গীয় রঘুনাথ ঘোষের ছেলে।

গতকাল মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকাল ৮টায় নিজ বাসভবনে সত্তরোর্দ্ধ বয়সে বার্ধক্যজনিত কারণে মারা যান তিনি। খবর পেয়ে দুপুর ২টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা ও রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার প্রদান করে।

গার্ড অব অনার প্রদানের সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী, শেখ সাদেক ও গোবিন্দগঞ্জ থানার ওসি ইজার উদ্দিনসহ আরও অনেকে।

শ্রদ্ধা নিবেদন শেষে বিকাল ৪টায় পৌরসভার বোয়ালিয়া (চক্ষু হাসপাতালের পিছনে) সার্বজনীন শ্মশানে তার দেহ দাহ করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আপনার মতামত লিখুন :