গোবিন্দগঞ্জে বিপুল পরিমাণ গাঁজা সহ আটক ১
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-দিনাজপুর আঞ্চলিক সড়কে একটি প্রাইভেট কার তল্লাশি চালিয়ে ১০৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সন্দেহজনক গাড়ি তল্লাশী সময় এ বিপুল পরিমাণ গাজা উদ্ধার হয়। এ সময় গাড়িতে থাকা মোশারফ হোসেনকে (২৭) আটক করা হয়। অপরজন গাড়ির চালক গাড়ি থেকে লাফিয়ে পালিয়ে যায়।
মোশারফ কুড়িগ্রাম ফুলবাড়ী উপজেলার বালাতারি গ্রামের শওকত আলীর ছেলে।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন জানান ,আটক মাদক কারবারীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

