গোবিন্দগঞ্জে বিধবাকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক বিধবাকে (৩৫) সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, গত বুধবার (৩১ মার্চ) দিবাগত মাঝরাতে উপজেলার সাপমারা ইউনিয়নের কৌচাকৃষ্ণপুর গ্রামের এক বিধবার প্রকৃতির ডাকে সাড়া দিলে ঘরের বাহির হন। এসময় আগে থেকে ওঁৎ পেতে থাকা হাউসিপাড়া গ্রামের শুকুর আলীর ছেলে বাবু মিয়া (৩০) ও একই গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (২৫), মান্নানের ছেলে মতিয়ার, কৌচা কৃষ্ণপুর গ্রামের বাকী প্রধানের ছেলে সোহাগ (২৫) ওই বিধবার মুখ চেপে ধরে অপহরণ করে। এরপর তারা তাকে বাাড়ির অদূরে একটি ইউক্লিপটার্স গাছের বাগানে নিয়ে যায়। সেখানে ধস্তাধস্তির একপর্যায়ে তারা বিধবাকে জিন্নাত আলী ঘাসের জমিতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে। ধর্ষণের সময় ধর্ষকরা মোবাইলে ধর্ষণের ভিডিও ধারণ করেছে বলে ভুক্তভোগী জানান। এ ঘটনা প্রকাশ করলে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হবে বলেও হুমকি দেওয়া হয়।
এ ঘটনায় বৃহস্পতিবার (১ মার্চ) দুইজনের নাম উল্লেখ করে থানায় মামলা করা হয়েছে।
বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিলন চ্যাটার্জী জানান, ভিকটিমের মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। এজাহারভুক্ত আসামীদের গ্রেপ্তারে জোর তৎপরতা অব্যাহত আছে।

