গোবিন্দগঞ্জে বিদ্রোহী প্রার্থীসহ ২৪ জনকে দল থেকে অব্যাহতি

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:৪৪ AM, ২৩ ডিসেম্বর ২০২১

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে দলীয় সিদ্ধান্ত অমান্য ও শৃঙ্খলা ভঙ্গের অপরাধে আওয়ামী লীগের ২৪ জন নেতাকে স্ব-স্ব পদ থেকে অব্যাহতিসহ সাময়িক বহিস্কার করা হয়েছে।

দুই ধাপে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ১৭টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরমধ্যে চতুর্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর ১৬টিতে এবং আগামী বছরের ৫ জানুয়ারি পঞ্চম ধাপে একটিতে (কামারদহ ইউনিয়ন) নির্বাচন হবে। বহিস্কৃতরা উপজেলার ১২টি ইউনিয়ন থেকে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে যাচ্ছে।

দলীয় চেয়ারম্যান প্রার্থীদের চ্যালেঞ্জ করে ওইসব বহিষ্কৃত নেতা বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বহিষ্কৃত নেতারা হলেন,
গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান উজ্জ্বল,

কাটাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য রেজাউল করিম রফিক,

শাখাহার ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আবু সাঈদ মো. জাকারিয়া ও সদস্য মোজাফ্ফর রহমান সরকার,

রাজাহার ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক তারিক রিফাত ও সদস্য রেজাউল করিম,

গুমানীগঞ্জ ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক মাসুদুর রহমান মুরাদ,

সাপমারা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য তোফাজ্জল হোসেন সরকার ও শাকিল আলম বুলবুল,

দরবস্ত ইউনিয়ন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক মন্ডল,ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আবদুল হালিম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান ও সদস্য কাজী মো. সামিউল ইসলাম,

তালুককানুপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুর রহমান খন্দকার, মোস্তফা আশরাফুল ইসলাম,

নাকাইহাট ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সাজু খন্দকার ও সদস্য আবদুল কাদের প্রধান,

শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক তৌহিদুল ইসলাম শাহীন,

মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম প্রধান, গোলাম কাদের মিঠু, রুহুল আমিন শিমুল,

শালমারা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব আলী ও রাসেল মোশারফ এবং

কামারদহে উপজেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ শরিফুল ইসলাম রতন।

কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক এই সিদ্ধান্ত বুধবার থেকেই (২২ ডিসেম্বর থেকে) কার্যকর হবে।

আপনার মতামত লিখুন :