গোবিন্দগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট গরু উদ্ধার করতে গিয়ে প্রাণ গেল মা-ছেলের

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১২:৫৯ PM, ১৬ জুন ২০২২

Spread the love

ওমর ফারুক, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা ;

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট গরু উদ্ধার করতে গিয়ে জমিতে পড়ে থাকা তারে জড়িয়ে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুন) দুপুর ১টার দিকে উপজেলার কামদিয়া ইউনিয়নের মহিষমুড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- রহিমা বেগম (৩৫) ও তার ছেলে রিফাত মিয়া (১২)।

রহিমা বেগম মহিষমুড়ী গ্রামের বাবু মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশে ফাঁকা জমিতে গরুকে ঘাস খাওয়াচ্ছিলেন রিফাত। এ সময় জমিতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয় গরুটি। পরে রিফাত গরুটিকে বাঁচাতে গিয়ে নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় রহিমা বেগম ছেলেকে বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হলে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেন বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিলন চ্যাটার্জী।

আপনার মতামত লিখুন :